নুসরাত হত্যা: সহপাঠী শামীম ৫ দিনের রিমান্ডে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ফেনী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলায় মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত তার সহপাঠী শামীমকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট সারাফ উদ্দিনের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

জানা গেছে, নুসরাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শাহ আলম আদালতে শামীমকে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড চান। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে ফেনীর সোনাগাজী থেকে মো. শামীমকে গ্রেফতার করে পিবিআই।

বিজ্ঞাপন

পিবিআই পরিদর্শক শাহ আলম জানান, শামীম সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে বুধবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। আজ রিমান্ডের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা। মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদদৌলার নির্দেশে এ কাজটি করা হয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।

নুসরাত হত্যা মামলায় এ পর্যন্ত তিন নারীসহ ১৮ জনকে আটক করেছে পিবিআই। এর মধ্যে ১৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।