জয়পুরহাটে ছয় জুয়াড়ির দণ্ড
জয়পুরহাটের সদর উপজেলার মাধাই নগরে জুয়া খেলার অপরাধে ছয় জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায় এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ছোটাহার গ্রামের মৃত নুর নবী মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৫৫), সিও কলোনি গ্রামের শরিফ উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৩০), পাঁচুরচক ফকিরপাড়া গ্রামের কাজী ফজলুর রহমানের ছেলে আ. রহিম(২৫) পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের মৃত মাজের উদ্দীনের ছেলে গোলজার হোসেন (৫৫), সুতার পাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম(৩৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাইয়ের পুকুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে আবু সাইদ (৪৫),
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, আটককৃতরা বিভিন্ন এলাকায় জুয়া খেলে আসছিলেন। রোববার বিকালে মাধাই নগর এলাকায় জুয়া আসর থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৭৩ হাজার ৩৬০ টকাসহ তাদের আটক করা হয়। পরে তাদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ২৫ দিন থেকে ১০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে জুয়াড়িদের কারাদণ্ড দেয় আদালত।
আদালতের নির্দেশে সাজাপ্রাপ্তদের জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।