শপথ নিতে জনগণের চাপ আছে: হারুন
চাঁপাইনবাবগঞ্জ: সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে জনগণের চাপ অব্যাহত আছে বলে জানালেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী হারুনুর রশীদ।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে নিজ বাসভবেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘শপথ নেওয়ার ব্যাপারে জনগণের অব্যাহত চাপ রয়েছে। স্থানীয় জনগণ চায়- জাতীয় সংসদে যোগ দিয়ে এলাকার প্রতিনিধিত্বের পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখি। তবে শপথের ব্যাপারে দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’’
আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুল ওদুদ কর্তৃক নিঃসন্তান ফুফু গোলেনুরের স্থাবর-অস্থাবর প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার প্রতিবাদে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এ সময় শপথ গ্রহণ প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি এমন উত্তর দেন।
বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল ওদুদ কর্তৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগে তিনি নিজে এবং নিঃসন্তান ফুফুর ওয়ারিশরা বাদী হয়ে আদালতে তিনটি মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতিসহ স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতা।