চাদপুরে পৃথক ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁদপুরে পৃথক ঘটনায় নিহতরা, ছবি: সংগৃহীত

চাঁদপুরে পৃথক ঘটনায় নিহতরা, ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চলন্ত গাড়ি থেকে আম পাড়তে গিয়ে গাড়ির এক হেলপারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কচুয়া উপজেলার পৃথক পৃথক স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে।

বিজ্ঞাপন

পানিতে ডুবে শিশু মৃত মেহেদী হাসান (১৩) কচুয়া থানার উপ-পরিদর্শক মো. মোবারক হোসেনের ছেলে। কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামের মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা এসআই মো. মোবারক হোসেন বলেন, 'ছেলেটি আমার অতি আদরের ছিল। আমি তার মৃত্যুর বিষয়টি কোনভাবে মানতে পারছি না।'

বিজ্ঞাপন

এদিকে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর দেওয়ান বাড়ির মোঃ মাসুদ আলমের কন্যা মারিয়া আক্তার পুকুরে গোসল করতে গিয়ে হারিয়ে যায়। পানিতে নেমে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

অন্যদিকে কচুয়া-গৌরিপুর ভায়া ঢাকা সড়কের দাউদকান্দির খাজা মার্কেট এলাকায় চলন্ত গাড়ির ওপর থেকে আম পাড়তে গিয়ে সোহাগ হোসেন (৪৫) নামের এক গাড়ির হেলপার পিকআপের চাকায় পৃষ্ট হয় মারা যান।

সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। এ ঘটনায় কচুয়া থানা পুলিশ পিকআপ চালক সোহাগ শেখ (২৫), সাউন্ড সিস্টেমের মালিক আবুল হাসানকে (৩০) আটক করে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: ওয়ালিউল্যাহ জানান, চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।