বার্তা২৪.কম-এ খবর প্রকাশ

সেলাই মেশিন পেলেন গৌরিপুরের প্রতিবন্ধী সালমা

  • উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ) বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কবি সেলিম বালা থেকে পুরস্কার নিলেন প্রতিবন্ধী সালমা আক্তার / ছবি: বার্তা২৪

কবি সেলিম বালা থেকে পুরস্কার নিলেন প্রতিবন্ধী সালমা আক্তার / ছবি: বার্তা২৪

মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টাল বার্তা২৪.কম-এ খবর প্রকাশের পর সেলাই মেশিন পেলেন গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার আলিম প্রথম বর্ষের বাকপ্রতিবন্ধী শিক্ষার্থী সালমা আক্তার। সেলাই মেশিনটি উপহার দিয়েছেন কবি সেলিম বালা।

গত ২৩ মার্চ বার্তা২৪.কম-এ ‘মায়ের স্বপ্ন বিয়ে দেয়া, তবে মেয়ে শিক্ষক হতে চায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে শিক্ষার্থী সালমা নিজের পড়াশোনার খরচ চালাতে সেলাই প্রশিক্ষণ নিয়েও টাকার অভাবে কাঙ্ক্ষিত সেলাই মেশিন কিনতে পারছেন না বলে উল্লেখ করা হয়। প্রকাশিত খবরটি কবি সেলিম বালার নজরে আসলে তিনি ঢাকা থেকে সালমার জন্য একটি নতুন সেলাই মেশিন উপহার পাঠান। পাশপাশি তার পড়াশোনায় সহযোগিতা করার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে বার্তা২৪.কম-এর উপজেলা করেসপন্ডেন্ট রাকিবুল ইসলাম রাকিব ইসলামাবাদ মাদরাসায় গিয়ে সেলিম বালার দেয়া সেলাই মেশিনটি সালমার হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- মাদরাসার অধ্যক্ষ রুকন উদ্দিন, উপাধ্যক্ষ এমদাদুল হক, সহকারি শিক্ষক আমিরুল মোমেনীন, প্রভাষক মাহবুবুল আলম প্রমুখ।

বিজ্ঞাপন