ঘূর্ণিঝড় ফোনির প্রভাব

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট, ছবি: সংগৃহীত

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট, ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী’র কারণে দেশের ব্যস্ততম কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। বৃহস্পতিবার (২ মে) দুপুর থেকে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে নদীর অবস্থা এখন খুব একটা অশান্ত নয়। আগাম নিরাপত্তার জন্য লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল ইনচার্জ আক্তার হোসেন জানান, সকাল থেকে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু নিরাপত্তার জন্য দুপুর সাড়ে ১২টা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।