ফণী: বেড়েই চলেছে মেঘনার পানির উচ্চতা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফণী: বেড়েই চলেছে মেঘনার পানির উচ্চতা। ছবি: বার্তা২৪.কম

ফণী: বেড়েই চলেছে মেঘনার পানির উচ্চতা। ছবি: বার্তা২৪.কম

ঘূর্ণিঝড় ফণী ধেয়ে আসছে বাংলাদেশে। এর প্রভাবে লক্ষ্মীপুরে মেঘনা নদীর পানির উচ্চতা বেড়ে চলেছে।

শুক্রবার (৩ মে) সন্ধ্যা থেকে নদীতে প্রায় ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পানির উচ্চতা মাপার কোনো ব্যবস্থা নেই। নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে কিনা তাও জানা যায়নি। এ নিয়ে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বিভাগও কোনো সদুত্তর দিতে পারেনি।

বিজ্ঞাপন

তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মূসা জানান, এখন ভাটা চলছে। বিকেলে পানির উচ্চতা বেড়েছিল। জোয়ার আসলে আবার বোঝা যাবে। কিন্তু কত ফুট পানি বৃদ্ধি পেয়েছে তা জানাতে পারেননি তিনি।

এদিকে ৭টা ৪০ মিনিটের দিকে কমলনগর উপজেলার নবীগঞ্জ এলাকার তানভীর হোসেন মোবাইল ফোনে জানান, সন্ধ্যার আগে পানি একটু কমেছে। এখন আবার বেড়ে গেছে। তবে কতটুকু বেড়েছে তা বলা যাচ্ছে না। বিকেলের মতো নদী তীরবর্তী এলাকায় পানি উঠেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৮-২০০৯ অর্থবছরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি আবহাওয়া অফিস নির্মাণ করা হয়েছিল। নির্মাণের ১০ বছর অতিক্রম হয়ে গেলেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। লোকজনও নিয়োগ দেওয়া হয়নি। এমনকি মেঘনার পানির উচ্চতা পরিমাপের জন্য লক্ষ্মীপুরে কোনো ব্যবস্থা নেই।