আশুগঞ্জে ফণীর প্রভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, ছবি: বার্তা২৪

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, ছবি: বার্তা২৪

ঘূর্ণিঝড় ফণীর তীব্রতার কথা বিবেচনা করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৩ মে) রাতে নৌযান চলাচল বন্ধের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ভৈরব বাজার আশুগঞ্জ নদীবন্দরের পরিবহন পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান মাহফুজ।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উপজেলায় শুক্রবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। রাতের ‍দিকে ফণী আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আশুগঞ্জ নৌবন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।’

এদিকে, বৃহস্পতিবার দুপুর থেকে আশুগঞ্জ নৌবন্দর থেকে ছয়টি রুটে লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ রয়েছে। নৌযান সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। ফণীর ক্ষতি মোকাবিলায় বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার কারণে নৌবন্দরে আটকা পড়েছে বহু পণ্যবাহী জাহাজ। পাশাপাশি জাহাজ থেকে পণ্য খালাসের কাজও বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বন্দরের সকল কার্যক্রম ও নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন