ঘুমের ঘোরে চালক, বাস উল্টে হেলপার নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় বাস উল্টে খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

মঙ্গলবার (৭ মে) সকাল ৭টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার বাজারদিঘী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত বাবু (৩০) উল্টে যাওয়া বাসের হেলপার। আহতদের মধ্যে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীনরা জানান, এসডি পরিবহনের একটি বাস ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিল। মঙ্গলবার ভোর রাত থেকে বাসের চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল। সকাল ৭টার দিকে বাজারদিঘী এলাকায় সড়কের পাশে একটি তালগাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে এবং পাশে খাদে উল্টে যায়।

বিজ্ঞাপন

এতে বাসের নিচে চাপা পড়ে হেলপার বাবু ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৯ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বার্তা২৪.কমকে জানান, চালক ঘুমের ঘোরে বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল। এতে বাসটি তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। নিহত বাবু বাসের হেলপার।