পচা খেজুর জব্দ, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা
  • |
  • Font increase
  • Font Decrease

বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস / ছবি: বার্তা২৪

বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস / ছবি: বার্তা২৪

পাবনা শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় মেয়াদ উত্তীর্ণ, পচা ও খাবার অনুপযোগী ৬০০ কেজি খেজুর জব্দ করা হয়। জরিমানা করা হয় সাড়ে ৬ লাখ টাকা।

শনিবার (১১ মে) দুপুর ১২টায় পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ টিমের নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মেয়াদ উত্তীর্ণ, পচা ও খাবার অনুপযোগী খেজুর বিক্রি করার অপরাধে বড় বাজারের মোকছেদ স্টোরকে ২ লাখ, হেলাল স্টোরকে ৩ লাখ ও রিপন স্টোরকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

ভাম্যমান আদালত পরিচালনার সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার ইবনে মিজান, স্যানেটারি ইন্সপেক্টর এজাজুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে জব্দ করা মেয়াদ উত্তীর্ণ খেজুর ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান জানান, কম দামে এসব পচা খেজুর আমদানি করে আড়তদাররা বাজারজাত করছিল। রোমজানে এ অভিযান অব্যহত থাকবে।