বাহুবলে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনলেন জেলা প্রশাসক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বাহুবলে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনছেন জেলা প্রশাসক, ছবি: বার্তা২৪.কম

বাহুবলে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনছেন জেলা প্রশাসক, ছবি: বার্তা২৪.কম

হবিগঞ্জের বাহুবলে কার্ডধারী কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলার স্নানঘাট গ্রামে ৪ জন কৃষকের কাছ থেকে ৪ টন ধান সংগ্রহ করেন। ১ হাজার ৪০ টাকা দরে তিনি এই ধানগুলো সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসীম উদ্দিন ও খাদ্য কর্মকর্তাসহ প্রশাসনের উধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, কৃষকরা যাতে ধানের ন্যায্য দাম পান ও প্রকৃত কৃষক যাতে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন সে জন্য উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করে কৃষকদের তালিকা প্রস্তুত করেছে।

বিজ্ঞাপন

এবার এ উপজেলায় ৯৫ জন কৃষকের কাছ থেকে ৯৫ টন ধান কেনা হবে।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, শুধু বাহুবল নয়। সারা জেলা থেকে সরকারি কর্মকর্তারা নিজে উপস্থিত থেকে ধান সংগ্রহ করবে। অন্য বছরের মতো এ বছর কোনো মধ্যভোগিকে কৃষকদের সাথে প্রতারণা করতে দেওয়া হবে না।