বিলাসবহুল অলিপুর সিটি পার্কে পচা-বাসি খাবার বিক্রি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

অলিপুর সিটি পার্ক রেস্টুরেন্ট। ছবি: বার্তা২৪.কম

অলিপুর সিটি পার্ক রেস্টুরেন্ট। ছবি: বার্তা২৪.কম

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত বিলাসবহুল অলিপুর ‌সিটি পার্ক রেস্টুরেন্টে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি দই বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা।

বিজ্ঞাপন

তিনি জানান, বিলাসবহুল অলিপুর সিটি পার্ক রেস্টুরেন্টটি ক্রেতাদের কাছে একটি আস্থা ও বিশ্বাসের নাম। ওই রোডের যাত্রীরা রেস্টুরেন্টটিতে যাত্রাবিরতি করে খাবার খেয়ে থাকেন। কিন্তু রেস্টুরেন্টটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার বিক্রির অভিযোগ আসছিল।

অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন