মাধবপুর সীমান্তে চারমাসে কোটি টাকার চোরাই পণ্য জব্দ
হবিগঞ্জের মাধবপুর সীমান্তবর্তী এলাকার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অবৈধ কার্যক্রম রোধ করার লক্ষ্যে টহল তৎপরতা বৃদ্ধি করেছে। গত ৪ মাসে বিজিবির কঠোর নজরদারি ও অভিযানে প্রায় ১ কোটি ২৪ লাখ টাকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই মালামাল জব্দ করেছে। এ ঘটনায় আটক হয়েছে ১১ চোরাকারবারি।
বিজিবির তথ্যমতে উপজেলার ধর্মঘর, মনতলা, সাতছড়ি, তেলিয়াপাড়া চা বাগান, চিমটিবিল ও গুইবিল সীমান্তে গত চারমাসে অভিযান চালিয়ে ভারতীয় ১ হাজার ৭০৫ বোতল মদ, গাঁজা ৯৬০ কেজি, ইয়াবা ১ হাজার ৯৫ পিস, বিয়ার ২২০ বোতল, ফেনসিডিল ৪৮০ বোতল, চা পাতা ২ হাজার ৭২৩ কেজি, চশমা ১ হাজার ৭৫০ পিস, বাইসাইকেল ৮টি, রাবার ৩৫০ কেজি, আতশবাজি ১ হাজার পিস উদ্ধার করা করে।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ জানান, বিজিবি সীমান্তে অবৈধ অস্ত্র, মানবপাচার, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান রোধ করার লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বিজিবির কঠোর তৎপরতার কারণে অবৈধ অস্ত্র ও মানবপাচার শূন্যের কোঠায় নেমে এসেছে।