ধান কেটে দুস্থদের নতুন কাপড় দিল একদল তরুণ

  • উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ), বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নের ২৬ জন দুস্থকে ঈদে নতুন কাপড় উপহার দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুর বাঁধন একতা সংঘ।

বুধবার (৫ মে) ঈদের দিন সকালে সংগঠনের সদস্যরা মাওহা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণ করেন।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘আমরা পরের জমিতে ধান কেটে টাকা সংগ্রহ করার পাশাপাশি নিজেদের জমানো টাকা থেকে ২৬ জন দুস্থ নারী-পুরুষকে ঈদের উপহার দিয়েছি।’

এদিকে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই নতুন কাপড় উপহার পেয়ে দুস্থদের মুখে হাসি ফুটে উঠেছে। আনন্দে কারো কারো চোখ দিয়ে পড়েছে পানিও।

মাওহা ইউনিয়নের নয়নগর গ্রামের হাজেরা খাতুন বলেন, ‘এইবার ঈদে কিছু কিনবার পারি নাই। সকাল বেলা ঘুম থেইক্যা উইঠ্যা দেহি পোলাপাইনে আমার লেইগ্যা নয়া শাড়ি লইয়্যা আইছে।’

বিজ্ঞাপন