বগুড়ায় ছাগলের খাওয়া নিয়ে বিরোধে যুবক খুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে নিহত যুবকের মরদেহ / ছবি: বার্তা২৪

হাসপাতালে নিহত যুবকের মরদেহ / ছবি: বার্তা২৪

বগুড়ায় ছাগলে ভাত খাওয়া নিয়ে বিরোধের জের ধরে এক যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন (১৮) কুটুরবাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদশা মিয়ার সঙ্গে প্রতিবেশী ইয়াকুব আলীর পারিবারিক বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। এরই মধ্যে ঈদের আগের দিন মঙ্গলবার (৪ জুন) ইয়াকুবের একটি ছাগল বাদশা মিয়ার বাড়িতে প্রবেশ করে রান্না ঘরে রাখা ভাত খেয়ে ফেলে। এ নিয়ে গত দুইদিন ধরে উভয়ের পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল।

বৃহস্পতিবার আবারও উভয়ের পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় ইয়াকুবের লোকজন ফালা (বল্লম) দিয়ে বাদশার ছেলে আল আমিনের পেটে আঘাত করে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টায় আল আমিন মারা যায়।

বিজ্ঞাপন

বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘উভয় পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এর সঙ্গে যোগ হয়েছে ছাগলে ভাত খাওয়া নিয়ে বিরোধ। এ ঘটনার পর এলাকায় পুলিশ অবস্থান করছে।