র‌্যাবের মোটরসাইকেলের চাপায় যুবক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় র‌্যাব সদস্যের মোটরসাইকেলের চাপায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ জুন) বিকেলে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদৎ হোসেন (৪০) শাজাহানপুর উপজেলার চক চোপীনগর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় দরজি শ্রমিক।

বিজ্ঞাপন

জানা গেছে, বিকেলে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের দুই সদস্য হাসান ও আলমগীর হোসেন মোটরসাইকেল যোগে জেলা শহর থেকে মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় যাচ্ছিলেন। পথে মাঝিড়া বন্দরের বাইপাস নামক স্থানে মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেলের চাপায় শাহাদৎ হোসেন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় শাহাদৎকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনার সময় স্থানীয় জনগণ মোটরসাইকেলসহ দুই র‌্যাব সদস্যকে আটক করে শাজাহানপুর থানা পুলিশের হেফাজতে দেয়।

বিজ্ঞাপন

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন বার্তা২৪.কমকে জানান, জনগণের হাতে আটক র‌্যাব সদস্যদের র‌্যাব-১২ এর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।