চুনারুঘাটে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
হবিগঞ্জের চুনারুঘাটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এক পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
সোমবার (১০ জুন) ভোরে উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মাওলানা আব্দুল হান্নানের ছেলে আব্দুল ওয়াদুদ মিয়ার ঘরে সোমবার ভোরে ৮/১০ জনের একদল অস্ত্রধারী ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক আব্দুল ওয়াদুদ মিয়া জানান, ডাকাতদল ঘরে প্রবেশ করে তার ছেলে ও স্ত্রীসহ তিনজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা তাদের মারপিট করে বেঁধে রাখে।
ওয়াদুদ মিয়া আরো জানান, ডাকাতরা ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে ভোর ৫টার দিকে চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বার্তা২৪.কমকে ডাকাতির খবর নিশ্চিত করেছেন।