বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে শ্রমিক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বাস-ট্রাকের ফাইল ফটো, ছবি: বার্তা২৪

বাস-ট্রাকের ফাইল ফটো, ছবি: বার্তা২৪

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে মহাসড়ক মেরামত কাজে নিয়োজিত এক শ্রমিক নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।

সোমবার (১০ জুন) বেলা ১২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ফরিদ উদ্দিন (৪৫) শাজাহানপুর উপজেলার চকভালী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, ঢাকা থেকে নীলফামারীগামী বাস সাথী পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-১১৪০) এর সঙ্গে বিপরীতমুখী ঢাকাগামী ট্রাক (বগুড়া-ট ১১-১৪৯৪) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি মহাসড়ক মেরামত কাজে নিয়োজিত শ্রমিকদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফরিদ উদ্দিন মারা যায়।

শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রতন হোসেন বার্তা ২৪.কমকে জানান, এ ঘটনায় আহত বরাত উদ্দিন (২৫) ওমাসুদ রানাকে (২৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন