নবীগঞ্জে ফার্মেসির ভুল ওষুধ সেবনে মৃত্যুর অভিযোগ
হবিগঞ্জের নবীগঞ্জে ফার্মেসি ব্যবসায়ীর দেওয়া ভুল ঔষধ সেবনের কারণে আয়শা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১২ জুন) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এর আগে সোমবার (১১ জুন) রাতে আয়শা বেগম মারা যান। আয়শা বেগম উপজেলার বাউসা ইউনিয়নের বাসডর গ্রামের হোসেন আলীর স্ত্রী।
আয়শা বেগমের ছেলে সিরাজ মিয়া অভিযোগ করে বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। রাতে মায়ের মৃত্যুর সংবাদ শুনে চট্টগ্রাম থেকে বাড়ি আসি। পরে জানতে পারি লো প্রেসারের কারণে দেবপাড়া বাজারের ফার্মেসি ব্যবসায়ী লকুজ মিয়ার কাছ থেকে ওষুধ আনতে গেলে লুকুজ মিয়া একটি এনার্জি জাতীয় স্যালাইন দেন। এটি খাওয়ার পরপরই আমার মা মৃত্যুর কুলে ঢলে পড়েন।’
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, মৃতদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। আয়শা বেগমের পরিবারের দাবি, ভুল ওষুধ খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।