ফেনীতে ট্রেনে ডাকাতি, আহত ১০
ফেনীর কালিদহ স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের মারধরে ১০ যাত্রী আহত হন। আহতরা সীতাকুণ্ড রেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটিতে ডাকাতি হয়।
রেলওয়ে পুলিশের (জিআরপি) পুলিশ সুপার (চট্টগ্রাম রেলওয়ে জেলা) নওরোজ হাসান তালুকদার বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মালপত্র লুট করে নিয়েছে। খবর পেয়ে ট্রেনে থাকা জিআরপি পুলিশের সদস্যরা ডাকাতদের আটক করতে গেলে ডাকাতরা কৌশলে সীতাকুণ্ড স্টেশনের আগেই ট্রেন থেকে নেমে পড়ে।
ফেনীর রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, ঈদ পরবর্তী ট্রেনে ডাকাতির ঘটনা খুবই দুঃখজনক। ডাকাতদের গ্রেফতারে জিআরপি পুলিশ কাজ করছে।