তীব্র গরমে অতিষ্ঠ পঞ্চগড়বাসী
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ। বৃহস্পতিবার (১৩ জুন) সেখানে সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হয়েছে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ১০টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বিকেল ৩টায় ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সরেজমিনে দেখা যায়, এই তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে জেলার নিম্ন আয়ের মানুষগুলো। কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবীরা প্রখর রোদের মধ্যে কাজ করতে পারেনি। ফলে তাদের বেকার সময় পার করতে হয়েছে। কাজ করতে না পারায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, আগামীকাল শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।