বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চিহ্নিত সন্ত্রাসী গুলিবিদ্ধ
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বগুড়া শহরের চিহ্নিত সন্ত্রাসী আব্দুল্লাহ আল জোনায়েদ ওরফে বিক্লাশ রনি (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) দিনগত রাত ২টার দিকে শহরের পালশা আদর্শ কলেজের সামনে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। গুলিবিদ্ধ রনিকে গ্রেফতার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের হাকিম মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বার্তা২৪.কমকে জানান, অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে রাতে শহরের পালশা আদর্শ কলেজের সামনে একদল সন্ত্রাসী অবস্থান করছিল। খবর পেয়ে রাত ২টার দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হন রনি। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রনিকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, তিন রাউন্ড গুলি এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।