২ মাসেও নোয়াখালীতে নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নিখোঁজ মাদরাসাছাত্র মো. শরিফ উদ্দিন, ছবি: সংগৃহীত

নিখোঁজ মাদরাসাছাত্র মো. শরিফ উদ্দিন, ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্র মো. শরিফ উদ্দিনের (১৭)। সম্ভাব্য সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।

মঙ্গলবার (১৮ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনায় শরিফের বাবা আব্দুল মতিন বাদী হয়ে সেনবাগ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। শরিফ উদ্দিন হাতিয়া উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। সে সেনবাগ উপজেলার বটতলা হোসাইনিয়া নূরানিয়া ও হাফেজিয়া মাদরাসার ছাত্র।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত এক বছর আগে শরিফ উদ্দিনকে বটতলা হোসাইনিয়া নূরানিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করানো হয়। মাঝে মাদরাসা বন্ধ হলে সে একা একা বাড়িতে আসা যাওয়া করত। গত ১৪ এপ্রিল সন্ধ্যায় তাকে মাদরাসায় দেখতে না পেয়ে তার শিক্ষক হাফেজ রিয়াজ উদ্দিন বিষয়টি মোবাইলে তার বাবাকে অবগত করেন। এরপর থেকে সম্ভাব্য সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি তারা।

বিজ্ঞাপন

আব্দুল মতিনের অনুরোধ তার ছেলের কোন সন্ধান পেলে উক্ত নাম্বার গুলোতে যোগাযোগ করতে- ০১৮৬৬৩৭৪০০২, ০১৮৭৯২৪৩০১১ ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিখোঁজ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন