বগুড়া উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সৈয়দ কবির

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলন করছেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) সৈয়দ কবির আহম্মেদ। ছবি: বার্তা২৪.কম

সংবাদ সম্মেলন করছেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) সৈয়দ কবির আহম্মেদ। ছবি: বার্তা২৪.কম

বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে অংশ নেবেন না স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) সৈয়দ কবির আহম্মেদ।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

সৈয়দ কবির আহম্মেদ বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই। উপ-নির্বাচনে তার প্রস্তাবক ছিলেন ২০ দলীয় জোটের শরীক দল ইসলামী ঐক্য জোট বগুড়া জেলা শাখার সভাপতি সামছুল হক।

এছাড়াও গত কয়েকদিন ট্রাক মার্কার প্রচার-প্রচারণায় বিএনপি ও জামায়াতের কিছু শ্রমিক সংগঠনের নেতাকর্মীদেরকে দেখা গেছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সৈয়দ কবির আহম্মেদ বলেন,‘নির্বাচনে জয়লাভের সম্ভাবনা কম এবং পারিবারিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’

সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোট সভাপতি সামছুল হক, বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদের ছোট ভাই সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।