মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের ঠাঁই নেই: বগুড়ার পুলিশ সুপার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন বগুড়ার পুলিশ সুপার/ ছবি: বার্তা২৪.কম

বক্তব্য রাখছেন বগুড়ার পুলিশ সুপার/ ছবি: বার্তা২৪.কম

মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের এই সমাজে ঠাঁই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেন, ‘মাদক ব্যবসার প্রশ্নে কোনো আপস করবে না পুলিশ।’

শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জের গাংনগর হাইস্কুল মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পুলিশ সুপার বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি রুখতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। যদি কোনো কাজী বাল্যবিবাহ নিবন্ধন করেন, তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/21/1561139567166.jpg

বিজ্ঞাপন

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, গাংনগর দাখিল মাদ্রাসার সভাপতি আাতিক রহমান, দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান, সৈয়দ পুর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান তৌফিক প্রমুখ।

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সামাজিক সংগঠন জাগো বগুড়ার উদ্যোগে একজন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়।