বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা, ছবি: বার্তা২৪

দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা, ছবি: বার্তা২৪

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাসান আলী (২২)। তিনি কাহালু উপজেলার বুড়ইল গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মাছ নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডে নওগাঁগামী নিরাপদ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-জ-১৪-১২৯৪) সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক হাসান আলী গুরুতর আহত হন। স্থানীয়ররা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

বিজ্ঞাপন