মাধবপুরে ট্রাক-মিনি বাস সংঘর্ষে নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনায় আহত শিশু, ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত শিশু, ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও মেক্সির (মিনি বাস) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকার হোটেল হাইওয়ে ইনের সামনে দুর্ঘটনাটি ঘটে। তবে এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি। শিশুসহ আহত চারজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/28/1561730013596.jpg

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী জানান, ঢাকাগামী একটি ভাঙারি মালবাহী ট্রাকের সঙ্গে মাধবপুর থেকে হবিগঞ্জগামী মেক্সির (মিনি বাসের) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেক্সির চালক এবং ট্রাকের হেলপার নিহত হন। এ ঘটনায় আহত হন শিশুসহ চার মেক্সিযাত্রী। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এবং আহতদের উদ্ধার করে।

বিজ্ঞাপন

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।