লক্ষ্মীপুরে ১৩১ রোগী পেল ৬৫ লাখ টাকার চেক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

চেক গ্রহণ করছেন এক রোগী, ছবি: বার্তা২৪.কম

চেক গ্রহণ করছেন এক রোগী, ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুরে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৩১ জন রোগীকে ৬৫ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

জানা গেছে, এই ১৩১ জন রোগী ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগতভাবে হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

বিজ্ঞাপন

চেক বিতরণ অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

লক্ষ্মীপুরে ১৩১ রোগী পেল ৬৫ লাখ টাকার চেক

বিজ্ঞাপন

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল প্রমুখ।

বক্তারা বলেন, 'ক্যানসারসহ সকল জটিল রোগ থেকে মুক্ত থাকার জন্য সচেতনতার বিকল্প নেই। এজন্য ভেজাল খাদ্য ও মাদকদ্রব্য অবশ্যই পরিহার করতে হবে। একই সঙ্গে নিয়মিত শরীর চর্চা ও স্বাস্থ্য পরীক্ষাসহ দেশীয় ফলমূল ও শাক-সবজি বেশি করে খেতে হবে। ক্যানসার কিংবা যেকোনো জটিল রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকারের নিকট আর্থিক সহযোগিতা চেয়ে গরিব ও দুস্থদের আবেদন করাতে হবে।'

প্রসঙ্গত, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুধীজন ও সমাজসেবা অধিদফতরের জনবলের সহযোগিতায় জটিল রোগে আক্রান্ত সুবিধাভোগী এসব রোগীদের শনাক্ত করা হয়েছে। এরপর সমাজসেবা অধিদফতরের সহায়তা কর্মসূচির অধীনে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।