তবারক খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ জন

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পাবনায় দোয়া মাহফিলের তবারক খেয়ে সুখী খাতুন (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুসহ ৪০ জন নারী পুরুষ অসুস্থ হয়ে শনিবার রাত ও রোববার দুপুর পর্যন্ত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত ইমান আলীর বাড়িতে দোয়া মাহফিলের তবারক খেয়ে এই ঘটনা ঘটে। মৃত সুখী খাতুন (১৪) পাবনা শহরের শহীদ আহমেদ রফিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

বিজ্ঞাপন

পাবনা জেনারেল হাসপাতালে ভর্তিকৃত, অনিষা (১২), লামিয়া(৭), দীপক সাহা(৫৯), রেশমী(৩০), লামিয়া(৫), রিপন(৪২), স্বপন(২৩), শারমিন(১৯), মকছেদ(২০), মানু(১৭), জিসান(৩০), মাহিন(১৩), আয়েশা(২৫), মেহরাব(১১), রোহান(৯), রাত্রি(১২), সাবিনা(৩০), রোহানা(৩৮), স্বপন(৪০), ছিয়াম(১০), ইয়াসমিন(২০), কাকলী(১৩), সুফিয়া(৪৫), লতা(২৫), সন্তু(২৮), মুসাব্বির(১৪), কামরুন্নাহার(৬০), সাজু(১৬), সুরুজ(৭০), মোমিন(৩৪), রোহান(৬)সহ ৪০ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/07/1562499488465.jpg

বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি রিপন হোসেন জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে বড় চাচা ইমান আলীর মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে তবারক বিতরণ করা হয়। ওই তবারক খাওয়ার পরপরই তারা অসুস্থ হতে শুরু করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. হাবিবুল ইসলাম জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।