হাত-পায়ের রগ কেটে মাদরাসা ছাত্রকে অপহরণ চেষ্টা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

আহত মাদরাসা শিক্ষার্থী, ছবি: বার্তা২৪

আহত মাদরাসা শিক্ষার্থী, ছবি: বার্তা২৪

হাত ও পায়ের রগ কেটে ফেনীর দাগনভূঞার আশরাফুল উলুম মাদরাসার শিক্ষার্থী মুহাননাদকে (১১) অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদরাসার পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী মুহাননাদ নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডের মাওলানা শামছুল হক বাড়ির ওরফে মাল বাড়ির ওমর ফারুকের ছেলে। সে উলুম মাদরাসার হাফেজি বিভাগের ছাত্র।

বিজ্ঞাপন

আশরাফুলের ফুফু ফাতেমা বেগম মোবাইল ফোনে বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আজকে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা অন্ধকারে আমার ভাতিজার চোখ বেঁধে এবং মুখ চেপে ধরে তার হাত ও পায়ের রগ কেটে দেয়। ওই সময় তার চিৎকারে স্থানীয়া এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার কোম্পানীগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।’

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার শওকত আল ইমরান ইমরোজ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, হামলার শিকার শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় মাদরাসা শিক্ষার্থী আশরাফুলের পরিবার সংশ্লিষ্ট থানায় এখনো কোনো অভিযোগ করেননি বলে জানা গেছে।