রাজবাড়ীতে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
রাজবাড়ীতে মাদক মামলায় এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ঐ মাদক ব্যবসায়ীর নাম শাপলা বেগম। সে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় মধুপুর গ্রামের মোঃ নীল চাঁদের স্ত্রী।
বুধবার (১০ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় প্রদান করেন। এ সময় জরিমানার অর্থ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড বহাল রেখেছে আদালত।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ মার্চ শাপলা বেগমকে রাজবাড়ী সদর থানা পুলিশ ২৫২ গ্রাম হেরোইনসহ আটক করে। সে ঐ হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে। পরে তার বিরুদ্ধে পুলিশ মাদকের মামলা দায়ের করলে সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার (১০ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ১৯ এর (১) এর ১ (খ) ধারায় এ রায় প্রদান করা হয় আসামির বিরুদ্ধে।