ফেসবুকে ভাইরাল হবিগঞ্জের শিক্ষিত গরু!
দেয়ালে একটি ব্রডব্যান্ড ইন্টারনেটের বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সাধারণ মানুষ কখনো দাঁড়িয়ে বিজ্ঞাপনটি পড়েছেন কি না সন্দেহ আছে। কিন্তু একটি গরু বিজ্ঞাপনটির দিকে এমন ভঙ্গিমায় তাকিয়ে আছে যেন সে বিজ্ঞাপনের লেখা গভীর মনোযোগ দিয়ে পড়ছে। সম্প্রতি হবিগঞ্জ শহরের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বেশ কয়েকদিন ধরেই ছবিটি বিভিন্ন ফেসবুক একাউন্টে ঘুরছে। কিন্তু কোন এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে তা বলতে পারছে না কেউ। বিজ্ঞাপনটিতে 'হবিগঞ্জ নেট কমিউনিকেশন' লেখা দেখে নিশ্চিত হওয়া যায় ছবিটি হবিগঞ্জের। ছবিটি নিজেদের মতো করে ক্যাপশন দিয়ে ফেসবুকে শেয়ার করছেন সবাই।
ফেসবুকে গরুটিকে 'শিক্ষিত গরু' বলে উপাধি দেওয়া হয়েছে। আবার কেউ বলছে, 'তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ ডিজিটাল গরু'। বিভিন্ন হাস্যকর ক্যাপশন দিয়েও ছবিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করা হচ্ছে।'
মোঃ রাকিবুল হক নামক এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, 'তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে পিছিয়ে নেই পশু পাখিও। তাই আমাদের হবিগঞ্জের থেকে শুরু হয়েছে গরুর ডিজিটাল জীবনের সূচনা।'
পারভেজ মিয়া নামে এক যুবক লিখেছেন, 'গরুরও ইন্টারনেটের প্রয়োজন, তাই 'হবিগঞ্জ নেট কমিউনিকেশন'এর সুযোগ-সুবিধা জানার চেষ্টা...'
নয়ন বিশ্বাস নামে এক ব্যক্তি লিখেছেন,'যে যাই বলুক, ছবিটা কিন্তু অসাধারণ।'