পদ্মায় পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই

  • সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

পানি বাড়ার ফলে স্রোতের তীব্রতা বেড়েছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পানি বাড়ার ফলে স্রোতের তীব্রতা বেড়েছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

প্রমত্তা পদ্মা নদীতে এখন প্রতিদিন গড়ে পানি বাড়ছে ০.৩০-০.৩৫ সেন্টিমিটার। আর এই পানি বৃদ্ধির কারণে পদ্মার দু'কূলের মানুষ এখন বন্যার কবলে পড়তে যাচ্ছে। প্রতিদিন দেখা যাচ্ছে নদী ভাঙন।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান করনী ইউসুফ উদ্দিন খান বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, গত কয়েকদিন ধরে পদ্মার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার (১৬ জুলাই) পানি বৃদ্ধি পেয়েছে ০.৩৫ সেন্টিমিটার। সোমবার পানি বৃদ্ধির হার ছিল ০.৩০ সেন্টিমিটার। গড়ে এ সপ্তাহে প্রায় দশমিক ০.৩০-০.৩৫ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

পদ্মায় পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই

তিনি আরও জানান, রাজবাড়ীর ওপর দিয়ে প্রবাহিত পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে বর্তমান ৮.৪৫ সেন্টিমিটার হয়েছে। ৮.৬৫ সেন্টিমিটার পানি হলেই তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে।

বিজ্ঞাপন

পদ্মায় পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোত বইছে। আর তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ১৪টি ফেরি ও ১৭টি লঞ্চের নদী পার হতে প্রায় দ্বিগুণ সময় লাগছে। যার ফলে উভয় ঘাটে দেখা দিয়েছি তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরাসহ যানবাহনের চালক ও শ্রমিকরা।

লঞ্চ এমভি মোস্তফার চালক শহিদুল জানান, পদ্মায় পানি বাড়ার কারণে আমাদের নদী পার হতে দ্বিগুণ সময় লাগছে।