স্ত্রীকে হত্যা করে পালিয়েছে কৃষকলীগ নেতা
বগুড়ার নন্দীগ্রামে স্ত্রী ময়ুরী বেগমকে (২৬) হত্যা করে পালিয়েছে স্বামী কৃষকলীগ নেতা মাসুদ রানা। স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
রোববার (২১ জুলাই) ভোররাতে নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। বেলা ১১টায় নন্দীগ্রাম থানা পুলিশ স্বামীর বাড়ি থেকে ময়ুরীর মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার পর থেকে ময়ুরীর স্বামী নন্দীগ্রাম পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা ও তার বাবা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান ফকিরসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।
নিহত ময়ুরীর বাবা আনোয়ার হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘মাসুদ রানার পরকীয়া নিয়ে তার স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল বেশ কিছুদিন ধরে। শনিবার (২১ জুলাই) রাতে তাদের মধ্যে ঝগড়া হলে মাসুদ ফোন করে আমাকে বলে, রাতেই তোর মেয়েকে মেরে ফেলব। রোববার সকালে খবর পেয়ে এসে দেখি মেয়ের মরদেহ।’
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) শওকত কবির বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।