নবীগঞ্জে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত ও লাঞ্চিত করার দায়ে মোফাজ্জল হক (২২) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনী ওসমানী এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মোফাজ্জল উপজেলার মিল্লিক গ্রামের জহুর আলীর ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, বেশ কয়েকদিন ধরেই যাওয়া আসার পথে নবীগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন মোফাজ্জল। বৃহস্পতিবার (১৮ জুলাই) কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করেন তিনি। এ ব্যাপারে ওই ছাত্রী নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এরই পরিপ্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার সকালে মোফাজ্জলকে আটক করে। পরে দুপুরে উপজেলা কমিশনারের কাছে (ভূমি) হাজির করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার দণ্ডাদেশ দেন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনী ওসমানী বলেন, ‘মোফাজ্জল তার নিজের দোষ স্বীকার করায় ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যথায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।’