ঈশ্বরদীতে গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পাবনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পাবনার ঈশ্বরদীর পূর্বটেংড়ি গোরস্থান এলাকায় স্বর্ণা খাতুন (২৪) নামে এক গৃহবধুকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত হতে পারেনি।

বিজ্ঞাপন

আহত স্বর্ণা খাতুন বলেন, ‘রাতে তার শোবার কক্ষের জানালা খোলা ছিল। তিনি জানালার পাশে খাটে শুয়ে ছিলেন। হঠাৎ কেউ একজন জানালা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটার চেষ্টা করেছে। স্বর্ণা টের পেয়ে হাত টেনে ধরে চিৎকার দিলে ওই ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার গলা থেকে রক্ত বের হতে থাকে। পরে সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসনিম তামান্না স্বর্ণা বলেন, ‘গলার রগ কাটেনি। গলার ক্ষত পুরু না হওয়ায় সেলাই দেওয়া হয়নি। স্বর্ণা খাতুন এখন আশঙ্কামুক্ত।’

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, এ ঘটনার পর মধ্যরাতেই এলাকাবাসী বিভিন্নস্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের সন্ধান করে। কিন্তু তারা পালিয়ে যাওয়ায় তাদেরকে ধরা সম্ভব হয়নি। বর্তমানে এলাকাবাসী আতঙ্কে রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তথ্য উদঘাটনে কাজ করছে।’