বগুড়ার ২ ইউপিতে স্বতন্ত্র, ১টিতে আ'লীগ জয়ী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর

ছবি: বার্তাটোয়েন্টিফোর

বগুড়ার তিনটি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ এবং অপর দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

উপ-নির্বাচনে বিজয়ীরা হলেন- বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামরুল হুদা উজ্জল। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫১৯৭ ভোট।

বিজ্ঞাপন

গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে সেকেন্দার আলী। নৌকা প্রতীকে ৭৬১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম। টেবিল ফ্যান প্রতীকে তিনি পেয়েছেন ৫৭০০ ভোট।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন অফিসার জানায়, তিনটি ইউনিয়নের চেয়ারম্যানরা বিগত উপজেলা নির্বাচনের আগে পদত্যাগ করেন। একারণে তিন ইউনিয়নে চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।