বেনাপোলে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

  • আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

স্বর্ণের বারসহ আটককৃত যুবক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

স্বর্ণের বারসহ আটককৃত যুবক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে এক কেজি ওজনের স্বর্ণের বারসহ কামাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ৪৪ লাখ টাকা। 

শুক্রবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামাল বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে। তিনি ইজিবাইক চালক।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল দৌলতপুর সড়কের গাতিপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক কেজি ওজনের একটি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪৪ লাখ টাকা।

৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক বার্তাটোয়েন্টিফোরকে বলেন, ‘আটককৃতকে সোনাসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন