আবারো বাড়ছে যমুনার পানি
প্রথম দফায় বন্যার রেশ না কাটতেই আবারো যমুনার পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধির ফলে নতুন করে আবারো লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। টানা দুই সপ্তাহ পানিবন্দি থাকায় নিম্ন আয়ের মানুষগুলো অসহায় দিনযাপন করছে।
ইতোমধ্যে শুকনো খাবারসহ শিশু খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। বৃষ্টি দুর্ভোগকে আরো বাড়িয়ে দিয়েছে। ওয়াপদা বাঁধে ঝুপড়ির নিচে বৃষ্টির মধ্যে ছেলে-মেয়ে নিয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে বানভাসিদের।
বৃষ্টিতে রান্না করতে সমস্যা হওয়ায় অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে। দুই সপ্তাহ পানির মধ্যে ঘরের খুটি-বেড়া পঁচতে শুরু করেছে। পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে যাওয়ায় গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সামনে কোরবানির ঈদ পরিবার-পরিজন নিয়ে কিভাবে কাটাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বন্যাকবলিত আয়-রোজগারহীন এসব মানুষ। ইতোমধ্যে ছোট ছোট ছেলে মেয়েরা নতুন জামার জন্য বায়না ধরতে শুরু করেছে। সব মিলিয়ে সিরাজগঞ্জের বন্যাকবলিতরা চরম দুর্ভোগে জীবন কাটাচ্ছে। এ অবস্থায় বন্যাকবলিতরা সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত যমুনার পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এলাকায় ২৯ সেন্টিমিটার কমে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর থেকে বাড়তে থাকে। শুক্রবার বিকাল পর্যন্ত ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে যমুনা নদীর পানি।