সাড়ে ৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আনন্দ বাজারে পাঁচটি দোকান থেকে ৪৬ লাখ ৮০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। এর আনুমানিক মূল্য ৯ কোটি ৩৬ লাখ টাকা।

সোমবার (২৯ জুলাই) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের আনন্দ বাজার এলাকার পাঁচটি দোকানে অভিযান কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা ভূমি কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি জানান, দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ও নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে কোস্ট গার্ডের আওতাধীন এলাকাসমূহে অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন