সড়ক সংস্কারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর

ছবি: বার্তাটোয়েন্টিফোর

‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব, এই স্লোগানে সুনামগঞ্জে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) -এর জেলা শাখা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জেলার বিভিন্ন সড়ক সংস্কারের দাবি জানানো হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক মোশাহিদ আলম মহিমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপদেষ্টা মো. বুরহান উদ্দিন, মনসুর আলম তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মুমিত ইসলাম, সদস্য রাসেল চৌধুরী, আতিকুর রহমান, আবু হানিফ, মেহেদি হাসান, রায়হান আহমদ, জুয়েল আহমদ, মাহমুদুল হাসান, পাভেল আহমদ, রেজাউল করিম রাহি, শরিফ আহমদ, মাসুক মিয়া, ইকবাল হোসেন, আতিকুর রহমান, পাভেল আহমদ প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, সুনামগঞ্জ-সিলেট রাস্তার সংস্কার কাজে শুরু থেকেই অনিয়ম লেগে আছে। সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার প্রধান সড়কের কাজে যদি এত অনিয়ম হয় তাহলে সুনামগঞ্জবাসীর ভোগান্তি আরো বেড়ে যাবে।

সড়কটির কাজে যেন কোনো ধরনের গাফিলতি না করা হয়, সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করে নিসচা।

বিজ্ঞাপন