মশার আগমন ন্যাচারাল গজব: শামীম ওসমান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মশক নিধন মেশিন ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম ওসমান/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মশক নিধন মেশিন ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম ওসমান/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘দুনিয়ায় মশা বিনা কারণে আসে নাই। এই মশার উদ্ভব হয়েছে নমরুদের সময়। নমরুদ যখন অনাচার করছিল, তখন তাকে থামাতে আল্লাহ একটা মশা তার নাক দিয়ে ঢুকিয়ে দেন। মশা দিয়ে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। যখন কোনো দেশে পাপাচার হয়, তখন এটাই ন্যাচারাল গজব।’

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে ফগার মেশিন ও মশক নিধন ওষুধ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জনপ্রতিনিধিদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘পাপ করে কিছু লোক, আর ভোগে সমস্ত জাতি। ডেঙ্গু একটি আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে। আর সবাইকে আতঙ্কিত করতে কাজ করছে কিছু লোক। আজকে এডিস মশা এসেছে, কাল আরেকটি মশা আসবে।’

তিনি বলেন, ‘আমরা সচেতন হলে মশা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। স্কুলগুলোতে মশা বিষয়ে সচেতনা তৈরি করতে হবে। দেশের জন্য প্রতিদিন দুই ঘণ্টা সময় ব্যয় করতে হবে। আমরা মশার কামড়ে অস্থির হলে কিছু মানুষের লাভ হয়। ওষুধ কিনতেছি, এটা কিনতেছি, ওটা কিনতেছি এগুলা তাদের লাভ।’

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়নের শওকত আলী, ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ।