ফতুল্লায় আগুনে পুড়লো অর্ধশতাধিক ঝুট গুদাম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অর্ধশতাধিক ঝুট কাপড়ের গুদাম পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। জায়গা খালি করতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (০২ আগস্ট) ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জেলা পরিষদ এলাকায় ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ভোরবেলায় ঝুট গুদামে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৭টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অর্ধশতাধিক ঝুটের গুদাম ছিল, সেখানে কেউ বসবাস করত না। ফলে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

এর আগেও এখানকার ঝুট গুদামে দুই বার আগুন লেগেছে—এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল আরেফিন বলেন, এখানে বিদ্যুতের লাইনগুলো ঝুঁকিপূর্ণ। বিদ্যুতের লাইন থেকেই আগুন লাগতে পারে। তারপরও আমরা তদন্ত করছি। এ বিষয়ে পরে জানানো হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে ঝুট ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বার বার এখানে কীভাবে আগুন লাগে? তাও আবার রাতের এ সময়টায় যখন কেউ জেগে থাকে না। প্রায় কয়েক মাস আগে অজ্ঞাত এক ব্যক্তি এসে বলেছিল জায়গা খালি করতে। তখন আমরা প্রতিবাদ করলে তিনি চলে যান। ধারণা করা হচ্ছে সেই ব্যক্তিই আগুন লাগিয়ে দিয়েছে। আমরা সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুন কেউ লাগিয়ে দিয়েছে এমন খবর পাওয়া যায়নি। এখনো কেউ অভিযোগ দেননি। যদি কেউ অভিযোগ দেন তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।