চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ফেলে ভারতে পালাল যুবক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত ইয়াবা, ছবি: সংগৃহীত

উদ্ধারকৃত ইয়াবা, ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১ আগস্ট) ১২ হাজার ইয়াবা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফেলে পালানোর পর শুক্রবার (২ আগস্ট) ২৪ লাখ টাকা মূল্যের আট হাজার পিস ইয়াবা ফেলে ভারতে পালিয়েছে এক যুবক।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে চলতি সপ্তাহে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডারগার্ড বিজিবি’র অধিনায়ক মো.মাহবুবুর রহমান খান পিএসসি জানান,'শুক্রবার বিকেল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর মাঠ নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলানাকালীন অজ্ঞাত একজন যুবককে সন্দেহ হলে তাকে তল্লাশির জন্য চ্যালেঞ্জ করা হলে সে হাতে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের ভেতর পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে আট হাজার পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

তিনি আরও জানান, চলতি সপ্তাহে শুধু ৫৩ বিজিবি সদস্যরা শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তে ২৮ হাজার ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

বিজ্ঞাপন