নাস্তার টাকা বাঁচিয়ে মশা মারতে মাঠে সাড়ে ৭শ পুলিশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। রোববার (৪ আগস্ট) সকাল ৭টা থেকে জেলাব্যাপী বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করে মশা মারা ওষুধ ছিটাচ্ছে তারা।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/04/1564905453745.jpg

তিনি জানান, জেলায় প্রায় সাড়ে ৭শ পুলিশ (এসপি ও ওসি) মশা মারতে সরেজমিনে কাজ করছে। সকাল ৭টা থেকে এ কার্যক্রম শুরু হয়। সরকারিভাবে প্রাপ্ত নাস্তার টাকা বাঁচিয়ে মশা মারার ওষুধ কেনা হয়েছে। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় হতে শুরু করে কোর্ট চত্বর, অক্ট্রয় মোড়, জেলা প্রশাসকের কার্যালয়, নার্সারি, বাসাবাড়ির আশপাশে মশা মারার ওষুধ ছিটানো হয়। এছাড়া জেলার পাঁচ উপজেলার সবগুলো থানা এলাকা, পুলিশ ফাঁড়ি ও অফিসে ওষুধ ছিটানো হচ্ছে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/04/1564905487441.jpg

তিনি আরও জানান, প্রতিটি থানার ওসিদের নেতৃত্বে নিজ নিজ এলাকা পরিষ্কার করে ওষুধ ছিটানো হচ্ছে। পুরো আগস্ট মাস জুড়ে এ কার্যক্রম চলবে।