সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহা উদযাপন
রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের জামাত শেষে দেশের বেশিরভাগ স্থানেই এখন চলছে পশু কোরবানির আনুষ্ঠানিকতা।
সোমবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জামাতে অংশ নেন।
এছাড়াও বায়তুল মোকাররম মসজিদে তিনটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
বন্দরনগরী চট্টগ্রামে পৌনে ৮টার দিকে নগরীর জমিয়াতুল ফালাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ইমামতি করেন খুলনা টাউন জামে মসজিদের ভারপ্রাপ্ত খতিব আলহাজ মাওলানা আবু দাউদ।
এরপর টাউন জামে মসজিদে সকাল ৯ টায় দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা কোর্ট জামে মসজিদেও সকাল সাড়ে ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশ নিতে খুলনা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসেন।
বরিশালে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ঈদগাহে নামাজ আদায় করেন,বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো, ইউনুস।
এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিসিসি'র কাউন্সিলরগণ সহ নগরীর সকল শ্রেণি পেশার মানুষ নামাজ আদায় করেন।
চুয়াডাঙ্গায় সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের চাঁদমারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের সদস্যরাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন।
নারায়ণগঞ্জ শহরের প্রধান ঈদগাহে প্রায় অর্ধলক্ষাধিক মুসল্লির সমাগমে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শহরের ইসদাইর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ও ঈদগাহ সংলগ্ন সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে সকাল সকাল ৮ টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে এদিন একসাথে নামাজ আদায় করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। এছাড়া দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার মুসল্লি অংশ নেন আয়োজিত এই ঈদের জামাতে।
বরগুনায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছে ধর্ম প্রাণ মুসল্লিরা। সাড়ে আটটায় বরগুনা সার্কিট হাউজ ঈদগাহ্ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
এতে বরগুনা জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ্, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর মেয়র মো.শাহাদাত হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ জামাতে অংশ নেন।