ঢাকায় কোচিং করতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পাবনা
  • |
  • Font increase
  • Font Decrease

মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাবনা সদর উপজেলার চকরামানন্দপুর গ্রামে মাহফুজুর রহমান (২০) নামে এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১২টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই হাসপাতালের সহকারী পরিচালক রঞ্জন কুমার দত্ত।

বিজ্ঞাপন

মাহফুজুর রহমান চকরামানন্দপুর গ্রামের মোস্তফার ছেলে।

জানা গেছে, মাহফুজুর রহমান চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন। তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির উদ্দেশে ঢাকায় কোচিং করতে যান। সেখান থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। গতকাল মঙ্গলবার তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন