বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বগুড়া-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন হলেন, রংপুর শহরের কামাল কাছনা এলাকার খায়রুল ইসলামের স্ত্রী রানু বেগম (৪৫)। অপর দুই নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (১৪ আগষ্ট) দুপুর দেড়টার দিকে মহাসড়কের শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, বগুড়া থেকে ঢাকাগামী আহাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে রংপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি বাসের সম্মুখ অংশ দুমড়ে মুচড়ে যায় এবং হতাহতরা বাসের ভেতরে আটকা পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটির বডি কেটে হতাহতদের উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ বাস দুইটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাস দুইটির চালক ও হেলপারকে পাওয়া যায়নি।'