যানবাহনের চাপ কমেছে দৌলতদিয়া ঘাটে
দুপুরের পর থেকেই যানবাহনের চাপ কমেছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে। পর্যাপ্ত ফেরি এবং আবহাওয়া অনুকূলে থাকায় কোনো যাত্রীবাহী বাসকেই আর ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছে না।
শনিবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্টে মাত্র ২০ থেকে ৩০টি যাত্রীবাহী বাস নদী পারের অপেক্ষায় রয়েছে। আর ঢাকা-খুলনা মহাসড়ক এখন পুরোটাই ফাঁকা।
অন্যদিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। লোকাল বাস থেকে নেমে তারা সরাসরি লঞ্চ ঘাটে চলে যাচ্ছে।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোহাম্মদ আলী বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, যাত্রীদের নদী পার করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২৫টি লঞ্চ চলাচল করছে। যার কারণে ঘাটে কোনো চাপ নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, দৌলতদিয়া ঘাটের ৬টি পল্টুনই চালু রয়েছে। আর এই নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। তাই ঘাটে এখন যানবাহনের চাপ নেই।