নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

দু'দলের মধ্যে সংঘর্ষ হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দু'দলের মধ্যে সংঘর্ষ হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে পল্লীমঙ্গল পশ্চিমপাড়া ও গোয়ালপাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে সেনবাগে ২ নম্বর ছাতারপাইয়ায় ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে সেনবাগ উপজেলার ২ নম্বর ছাতারপাইয়ায় ইউনিয়নের পল্লীমঙ্গল পশ্চিমপাড়া ও গোয়ালপাড়ার মধ্যে ফুটবল খেলা হয়। খেলার এক পর্যায়ে দুই দলের মধ্যে ফাউল করা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় দু'দলের মধ্যে হাতাহাতি শুরু হয়। বুধবার দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে ২০ জন আহত হয়। এ সময় তারা বিভিন্ন দোকান ভাঙচুরসহ ইউপি মেম্বারের মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/21/1566386105310.jpg

বিজ্ঞাপন

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনবাগ থানা পুলিশ ৬ রাউন্ড গুলি ছুঁড়ে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড গুলি ও ৪ জনকে আটক করে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।